সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। জন্ম নিবন্ধন, মৃত্যুর সনদ, ওয়ারিশনার সনদ নিতে দূর্ভোগে পড়েছে সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দারা।
স্থানিয়রা জানায়, প্রতিদিন শতশত মানুষ জন্ম নিবন্ধন, মৃত্যুর সনদ, ওয়ারিশনার সনদ নিতে এসে ফেরৎ যাচ্ছে। এ সুযোগে সুযোগ সন্ধানী উদ্যোগতারা বিদ্যুৎ না থাকার অজুহাতে নিজ বাড়িতে বসে কিছু মানুষের কাছে অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগ উঠেছে।
রবিবার (২২ মে) পরিষদে গিয়ে দেখা যায়, আমজুয়ান গ্রামের সেকেন্দার আলী (অবঃপ্রাপ্ত সেনা সদস্য) আলী হোসেন, পশির উদ্দীন সহ অনেকেই জন্ম নিবন্ধন, মৃত্যুর সনদ, ওয়ারিশনার সনদ নিতে এসে ফেরৎ যাচ্ছে। চোপড়া গ্রামের ইব্রাহিম জানান, বিদ্যুৎ না থাকার অজুহাতে ইউপি সচিবের যোগসাজসে উদ্যোগতা দারুল ও নুর প্রতি সনদে ৪শ ৫শ টাকা আদায় করেছে নিজ বাড়িতে বসে।
এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান জিতেন্দ্র নাথ বর্ম্মন বলেন, আমি অসুস্থ রয়েছি. তবে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্নের বিষয়টি আমি জানি। উদ্যোগতারা অতিরিক্ত অর্থ আদায় করার বিষয়টি আমার জানা নেই। ইউপি সচিব প্রদিপ কুমার বলেন, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন রয়েছে বিল পরিশোধের ব্যবস্থা হচ্ছে।
পল্লী বিদ্যুৎ কর্মকর্তা এজি,এম,কম আসফাক খাইরুন বলেন, প্রায় ৫০ হাজার টাকা বচোর ইউনিয়ন পরিষদের বকেয়া রয়েছে। বিল পরিশোধ করলেই বিদ্যুৎ লাইনের সংযোগ দেওয়া হবে।
দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদে বিদ্যুৎ না থাকায় এবং জনদূর্ভোগের বিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি ফোন রিসিফ করেনি।