বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আমজুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমানের পিতা সাবেক প্রধান শিক্ষক তফিল উদ্দীন গত ৬ জুলাই ভোরে বাধ্যক জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না নিল্লাহে——-রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর, তিনি স্ত্রী ৪পুত্র সন্তান সহ অসংখ্য বন্ধু বান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার দোশিয়া গ্রামে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম তফিল উদ্দীনের মৃত্যুতে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী, জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য- ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মদ, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দীন চৌধুরী, বিএনপি সম্পাদক আতাউর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।