শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন

রাণীশংকৈলে প্রতি ইঞ্চি জমিতে সোনা ফলানো সম্ভব—সিরাজুল ইসলাম

dav

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চফলনশীল বোরো ধানের জাত “বিনাধান-২৪” এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ব্লকে বৃহস্পতিবার (১৮ মে) বিকালে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্রের আয়োজনে এবং রাণীশংকৈল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় মাঠ দিবসে সহকারি অধ্যাপক মোতাহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে উপ-পরিচালক খামারবাড়ি ঠাকুরগাঁও সিরাজুল ইসলাম বলেন, দেশে নতুন নতুন জাতের বীজ গবেষনা করে ফসল উৎপাদন করা হচ্ছে। কৃষকদের ২ ফসল নয়, ৩ থেকে ৪ ফসল আবাদ করতে হবে। এ উপজেলার মাঠি উর্বর প্রতি ইঞ্চি জমিতে সোনা ফলানো সম্ভব।

তিনি আরো বলেন, জিংকের অভাবে মানুষ আজ খাটো হয়ে যাচ্ছে। তাই জিংক সমৃদ্ধ ফসল আবাদ করে পুষ্ঠির চাহিদা পুরণ করতে হবে।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিনা-উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, কৃষক রশিদুল ইসলাম প্রমুখ।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন হোসেনগাঁও ব্লকের উপ সহকারি কৃষি কর্মকর্তা সৈয়দা রুমনাজ প্রমুখ। প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও মোবাইল ফোনে মাঠ দিবসে কৃষকদের উদ্দেশ্যে বিনাধান-২৪ এর গুরুত্ব সম্পর্কে বক্তব্য দেন, মহা পরিচালক বিনা ময়মনসিংহ ড.মির্জা মোফাজ্জল ইসলাম ও প্রধান গবেষক বিনা-২৪ ময়মনসিংহ ড. ইমতিয়াজ-উদ্দিন। এছাড়াও উপ-সহকারি কৃষি অফিসার মঞ্জুর আলম তালুকদার, সাংবাদিকবৃন্দ ও শতাধিক কৃষক- কিষাণী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com