বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি::
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর (নৌকা) বিপক্ষে নির্বাচন করায় খোদ সংরক্ষিত ৩০১ আসনের সাবেক সংসদ সদস্য সহ ১০ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে।
গত ২০ জুলাই উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হকের সভাপতিত্বে এক সভা অনূষ্ঠিত হয়। সভায় দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করা ব্যাক্তিদের নিয়ে ব্যাপক আলোচনা করা হয় এবং তদন্ত কমিটির প্রতিবেদনটি উপস্থাপিত হয়। তাদের বিরুদ্ধে শোকচ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ৫ মে উপজেলা আওয়ামীলীগের এক সভায় দলীয় শৃংখলা ভঙ্গ করে নৌকার বিপক্ষে যারা নির্বাচন করেছেন তাদের তালিকা সংগ্রহের জন্য ৪ সদস্য বিশিষ্ঠ্য একটি কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সদস্য উপজেলা আ’লীগের সম্পাদক তাজ উদ্দীন (ভারপ্রাপ্ত) ত্রান ও পূর্ণবাসন সম্পাদক খায়রুল আলম, পৌর সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন সভাপতি আবুল কাশেম স্বাক্ষরিত গত ২০ জুন প্রতিবেদনে উল্লেখ্য করেছেন সংরক্ষিত ৩০১ আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সফিকুল আলম, আব্বাস আলী,মোশারফ হোসেন বুলু, যুগ্ন সম্পাদক আনিসুর রহমান বাকি, ধর্ম বিষয়ক সম্পাদক জমির উদ্দীন, সদস্য মামুনুর রশিদ এলবাট, আব্দুল বারি, ইউনিয়ন সভাপতি আবুল কালাম, ইউনিয়ন সম্পাদক আলতাব গহর হাবলু’র নাম উল্লেখ্য রয়েছে।
এ প্রসঙ্গে, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনটি পেয়েছি গতকাল শনিবার এ বিষয়ে শোকচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এব্যাপারে উপজেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা বলেন আমি উপজেলা নির্বাচনে বেশিভাগ সময় ঢাকায় ছিলাম। এদিকে জাতীয় সংসদ নির্বাচনে যারা নৌকার বিপক্ষে নির্বাচন করলো তাদের বিরুদ্ধে তো কোন ব্যাবস্থা নেওয়া হয়নি এখন কেন? তাছাড়া দলীয় নেতা কর্মিদের চাঙ্গা করার জন্য এটি একটি কৌশল মাত্র।