শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

রাণীশংকৈলে নেকমরদ হাটে অতিরিক্ত টোল আদায় ইজারাদারকে জরিমানা

রাণীশংকৈল(ঠাকুরগাও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ হাট ইজারাদারকে অতিরিক্তি টোল আদায়ের অভিযোগে হাট ইজারাদার মুক্তার হোসেনকে ১২হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে তিন দিনের কারাদন্ড প্রদান করেছেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্টেট সোহাগ চন্দ্র সাহা।
গতকাল রবিবার উপজেলা সহকারী কমিশনার ভূমি হাট চলাকালীন উপস্থিত হয়ে অতিরিক্তি টোল উত্তোলনের প্রমাণ পাওয়ায় এবং ইজারাদার দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার আইনের ২০০৯ সালের ৩৯ ধারা অনুসারে ভাম্যমান আদালতের মাধ্যমে হাট ইজারাদারকে এ দন্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভুমি সোহাগ চন্দ্র সাহা বলেন,সরকারী বিধি নিয়ম না মানায় ইজারাদারকে এ শাস্তির আওতায় আনা হয়েছে। ভবিষ্যৎতে আবারও যদি নিয়মের বাইরে যায় তাহলে আইন অুনযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য যে, মুক্তার হোসেন বাংলা ১৪২৫ বছরের জন্য হাট ডাক নিয়েই সরকারী বিধিমালার বাইরে গিয়ে গরু ১৮০ টাকার বদলে ২৫০ টাকা ছাগল ৭০ টাকার বদলে ১২০ টাকা হারে টোল আদায় করছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com