সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
মোঃ বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দিপু রায়, হিরা রায় ও মনি রায় কর্তৃক প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ও মা আয়েশা (রা.) এর মর্যাদা ও সম্মানহানি ও ঘৃণ্য কটুক্তি করার প্রতিবাদে বাংলাদেশ হেফাজত ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে বিক্ষোভ সমাবেশ শেষে রাণীশংকৈল উপজেলা পরিষদের মুল ফটকের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী, হরিপুর ও পীরগঞ্জ উপজেলার বাংলাদেশ হেফাজত ইসলামের নেতাকর্মীরাসহ সর্বস্তরের তৌহিদী মুসলিম জনতা বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা হেফাজতে ইসলামের শাহী আমীর মাওলানা এমদাদুল হক, সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, রাণীশংকৈল উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা শামসুদ্দিন, পীরগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা নুরুজ্জামান, রাণীশংকৈল উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা রজব আলী, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার প্রমুখ।
প্রতিবাদ সভায় জেলা শাখার শাহী আমীর এমদাদুল হক বলেন, কটুক্তিকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না হলে পুরো ঠাকুরগাঁও জেলাকে অচল করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন।