সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

রাণীশংকৈলে ধর্ষক গ্রেফতারের দাবীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁও এর রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব সহকারী তৌহিদুল ইসলাম কে গ্রেফতারের দাবীতে সোমবার বিক্ষোভ মিছিল করে ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে সম্মিলিত ছাত্রজোটের শিক্ষার্থীরা। প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে সড়ক থেকে সরে দাঁড়ান তারা।

৭ মার্চ উপজেলা সম্মিলিত ছাত্রজোটের ব্যানারে শিবদীঘি চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে রাখে এবং তৌহিদুলের কুশপুত্তলিকা দাহ করে বিচারের দাবী জানান শিক্ষার্থীরা। এসময় সহকারি পুলিশ সুপার (এএসপি) রাণীশংকৈল সার্কেল, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী সাহরিয়ার, থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ সেখ (তদন্ত) বলেন, বাংলাদেশের যে প্রান্তেই থাকুক তৌহিদুলকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে। আজ ভিকটিমের ডাক্তারী পরীক্ষা চলছে। এসময় শিক্ষার্থীরা প্রশাসনের কথায় আশ্বস্ত হয়ে, আরোধ থেকে সরে দাঁড়িয়ে বলেন, তিন দিনের মধ্যে আসামী গ্রেফতার না হলে আমরা আবারো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

এদিকে গত বৃহস্পতিবার থেকে ওই শিক্ষার্থী বিয়ের দাবীতে তৌহিদুলের বাড়ীতে অনশন অবস্থানে থাকলেও কোন সুরাহা না হওয়ার প্রতিবাদে গত শনিবার উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল করে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল থেকে তারা তৌহিদুলের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন। এছাড়াও তারা তাদের সহপাঠীর সাথে যে অন্যায় হয়েছে তার সঠিক বিচার না হওয়া পযর্ন্ত ক্লাস বর্জনের ঘোষণা দেন। পরিশেষে শিক্ষার্থীর একটি প্রতিনিধিদল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের নিকট একটি স্মারকলিপি দেন। আন্দোলনের পর থানা পুলিশ ৬মার্চ রবিবার ৫ জনের নামে মামলা রেকর্ডভূক্ত করে ভিকটিম কে তৌহিদুলের বাড়ী থেকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ প্রসঙ্গে দশম শ্রেণীর ওই শিক্ষার্থী জানায়, কম্পিউটার ল্যাব সহকারী তৌহিদুলের সাথে আমার আড়াই বছরের প্রেমের সর্ম্পক। বিভিন্ন কৌশলে আমাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি আমার সাথে একাধিকবার শারীরিক সর্ম্পক করেছেন। এখন তিনি অন্য জায়গায় বিয়ে করছেন তা জানতে পেরে আমি তৌহিদুলের কাছে এর কারণ জানতে চাইলে তিনি আমাকে এড়িয়ে যান। পরে জানতে পারি তিনি আমাকে বাদে অন্য জায়গায় বিয়ে সম্পন্ন করার পাঁয়তারা করছেন। এ কারণে আমি আমার অধিকার আদায়ের জন্য গত বৃহস্পতিবার তৌহিদুলের বাড়ীতে অবস্থান নিয়েছিলাম। তিনি আরো জানান, আমি আমার দেশের সকল সহপাঠীর কাছে আবেদন জানাই কেউ যেন আমার মত ছলনায় পড়ে এমন প্রতারণার শিকার না হয়। তাই সকল নারী সহপাঠিকে সেদিক থেকে সচেতন থাকার অনুরোধ করছি।

রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা মুঠোফোনে বলেন, প্রাথমিকভাবে আমরা সহকারি প্রধান শিক্ষক মঞ্জুর এলাহিকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করেছি। তদন্ত রিপোর্ট পেলে বে-সরকারি বিধিমালায় ব্যবস্থা নেওয়া হবে।

ম্যানেজিং কমিটির সভাপতি ও আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হকের নিকট মুঠোফোনে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা কমিটি এ পর্যন্ত কোন ব্যবস্থা নেইনি, তবে মামলার কপি পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com