বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষ্যে এদিন পরিষদ ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন সেনাবাহানীর ক্যাপ্টন মো. ফায়েস, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো.ফিরোজ, ওসি মুহা আরশেদুল হক, আনসার ভিডিপর কর্মকর্তা পাপিয়া আক্তার, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান।

সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ,উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রজব আলী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, প্রেসক্লাব (পুরাতন) এর সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, ছাত্র সমন্বয়ক মো.তারেক, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অমেন্দ্রনাথ মালাকার ও সদস্য সচিব হরিমোহন রায় প্রমুখ।

এছাড়াও উপজেলা পূজা উৎযাপন কমিটির বিভিন্ন মণ্ডপের সভাপতি- সম্পাদক, সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপজেলায় এবার ৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় বক্তারা বলেন, পূজা সুষ্ঠুভাবে উৎযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা প্রস্তুত থাকবে। প্রতিটি পূজামণ্ডপে, মণ্ডপের কমিটিসহ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। এবং পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশও দায়িত্ব পালন করবে। পূজা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক মণ্ডপে পুলিশি টহল ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এবং প্রতিটি পূজা মণ্ডপ সিসিটিভি’র আওতায় থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com