রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
মোঃ বিপ্লব, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিম উদ্দিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে যানাযায়, রোববার (২৪ আগস্ট) উপজেলার রাণীশংকৈল নেকমরদ মহাসড়কের কুমোরগঞ্জ নতুন পাড়া এলাকায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে জসিম নামে এক যুবক নিহত হন। এবং গুরতর আহত অবস্থায় আরো তিনজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিহত জসিম উপজেলার কাশীপুর এলাকার সোলেমান আলীর ছেলে।
আহতরা হলেন, হরিপুর উপজেলার ভারডাঙ্গি গ্রামের জামালের ছেলে মুক্তারুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী মোছা. সুলতানা (২৫) এবং বালিয়াডাঙ্গী উপজেলার মহাজনের হাট এলাকার অনিন্দ্র রায়ের ছেলে সঞ্জয় রায় (২৭)। সঞ্জয়ের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার (ওসি) আরশেদুল হক জানান, দুর্ঘটনায় একজনের নিহতের খবর পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।