রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

রাণীশংকৈলে চড়া দামে বিক্রি: পাচারের সময় ট্রলিসহ ৮০ বস্তা সার আটক

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:: ঠাকুরগা্ওঁয়ের রাণীশংকৈল উপজেলার আবাদ তাকিয়া মাদ্রসা মোড় হতে বুধবার (১৬ নভেম্বর) রাতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কৃষি অধিদপ্তরের যৌথ অভিযানে বিভিন্ন প্রকারের ৮০ বস্তা রাসায়নিক সার আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার নন্দুয়ার ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সম্পাদকের ভাই মনিশগাঁও বাজারের মের্সাস মনজুর ট্রেডার্সের সত্বাধিকারী মনজুর আলম নিধারিত মূল্যের চেয়ে চড়া দামে পীরগঞ্জ উপজেলার ভাকুড়া মাহাত পাড়া গ্রামের সার ব্যাবসায়ী ফজিরউদ্দীন ও মনতাজ আলীর কাছে ৭৫০ টাকার পটাশ ১৫০০, ১১০০ টিএসপি ১৬৫০, ১১০০ ইউরিয়া ১২৫০, ৮০০ ডিএপি ৯০০ টাকায় বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম, উপ-সহকারি কর্মকর্তা মাসুদ রানা ঘটনাস্থলে গিয়ে ট্রলিসহ ৮০ বস্তা সার জব্দ করে।

এ প্রসঙ্গে কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ মুঠোফোনে বলেন, মনিশগাঁও বাজারের মের্সাস মনজুর ট্রেডার্সের সত্বাধিকারী মনজুর আলমের সার বিক্রি করার কোন বৈধতা নেই, তার পরেও সে সার কোথায় পেল এবং সে সার আবার চড়া দামে বিক্রি করলো এটা খতিয়ে দেখা হবে।

সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহা বলেন, পাচারকৃত সার জব্দ করা হয়েছে। মের্সাস মনজুর ট্রেডার্সের বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com