শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
মোঃ বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাজারী বেগম (৭০) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (২৩ আগস্ট) উপজেলার কাশিপুর ইউনিয়নের কাসাত গ্রামে এ ঘটনা ঘটে। বাজারী বেগম ওই এলাকার মৃত টুকুন মিয়ার স্ত্রী।
রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাজারী দীর্ঘদিন ধরে প্রচন্ড পেটের ব্যথায় ভুগিতেছিল। ঘটনার দিন সকালে বাড়ির সদস্যদের অগোচরে নিজ শয়নকক্ষের সরের সাথে রশি দিয়ে ফাঁস লাগা বাজারী বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। চিৎকার-চেঁচামেচি করলে আশপাশের লোকজন ছুটে এসে মৃত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিবারের লোকজন জানান, বাজারী বেগম দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। অসহ্য পেটের ব্যথা সহ্য করতে না পেরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পরিবার, স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান জানান, অসহ্য পেটের ব্যথা সহ্য করতে না পেরে বাজারী বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।