সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (১ জুন) ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বৈধ্য কাগজপত্র, সিনিয়র স্টাফ নার্স ও এমবিবিএস ডাঃ নিয়োগ না থাকায় আলমদিনা ক্লিনিককে ১০ হাজার, ডক্টর ৫ হাজার, সেন্টাল ৫ হাজার, মা শিশু হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা। এসময় উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মুনইম (এমওডিসি) স্যানেটারি ইন্সফেক্টর সারোয়ার হোসেন, সহকারি জাহেরুল ইসলাম।
এদিকে শিরোমনি ক্লিনিক এন্ড ডায়াগনিষ্ট সেন্টারের ক্লিনিকের কোন বৈধ্য কাগজপত্র না থাকার পরেও জরিমানা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। এসময় স্থানীয় লোকজন বলেন ডাঃ কমলা কান্ত বর্ম্মনের ক্লিনিক হওয়ায় এবং হিন্দু সম্প্রদায়ের লোক হওয়ায় তাকে জরিমানা করা হয়নি।
এব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যজিষ্ট্যেট সহকারি কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা বলেন, মেডিক্যাল প্র্যাক্টিস এবং বে-সরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রন) অধ্যাদেশ ১৯৮২ সালের আইন অনুযায়ী এসব প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে এবং সকলকে সর্তক করা হয়েছে।