শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন

রাণীশংকৈলে ককটেল ফাটিয়ে ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণ লুট

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে শনিবার গভীর রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাত দল ব্যবসায়ী দবিরুল ইসলাম(৫০) ও তার কর্মচারী রেজাউল(৩০) কে ব্যাপক মারধর করে নগদ প্রায় তিনলক্ষ টাকা ও স্বর্ণের চেইন লুট করে। ককটেল ফাটিয়ে এলাকা জুড়ে আতংক সৃষ্টি করে ডাকাতেরা পালিয়ে গেছে বলে স্থানীয়দের সুত্রে জানা গেছে।

ঘটনাটি ঘটে পৌরশহরের রেশম অফিস সংলগ্ন ব্যবসায়ী দবিরুল ইসলামের বাড়ীতে। তার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান পাশাপাশি। বর্তমানে দবিরুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় থাকলেও তার কর্মচারী রেজাউলকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

ব্যবসায়ী দবিরুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, গভীর রাতে একদল ডাকাত আমার বাসায় ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে আমার বাসা লুটপাট শুরু করে আমি বাধা দিতে গেলে আমাকে মারপিট শুরু করে। আমাদের চিৎকারে আমার কর্মচারী বাসায় আসার পথে তাকে আমার দোকানের সামনে পেয়ে ব্যাপক মারধর করে। পরে ডাকাত দল আশপাশের লোকজনের উপস্থিত হচ্ছে টের পেয়ে ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে অফিসার ইনর্চাজ(তদন্ত) সালাউদ্দিন বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আমাদের ধারণা ডাকাতেরা স্থানীয় হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com