শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (১৮ জানুয়ারী) বিষ্ণপুর এমএনবি (নাহার ব্রিকস) ইটভাটায় রানা (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রানা উপজেলার বিষ্ণপুর জোসনা মার্কেট এলাকার জিয়াউর রহমানের (জিয়ারুল) ছেলে। সে দীর্ঘ যাবৎ এমএনবি ইটভাটায় পাওয়ার ট্রলি চালক হিসাবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, সে প্রতিদিনের ন্যায় ভাটার ট্রলি চালিয়ে সন্ধায় বাড়িতে আসেন। কিন্তু গতকাল মঙ্গলবার রাত ৯ টায় মোবাইলে কল আসলে সে বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি। সকালে ইটভাটায় থাকা মাটির স্তুপে তার মরদেহ দেখতে পেয়ে শ্রমিকরা তার বাড়িতে খবর দেয়। বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে রানাকে পড়ে থাকতে দেখে, জীবিত আছে এমন ধারনা করে তাকে কাতিহার বাজারে হাতুরি ডাক্টারের কাছে নিয়ে গেলে, সেখানে ডাক্টার তাকে মৃত ঘোষনা করেন।
রানার বাবা বলেন, আমার ছেলে রাতে ভাত খেয়ে ঘুমানোর জন্য ঘরে যায় পরে দেখি সে ঘরে নেই আমি মনে করি সে দোকানে চা খেতে গেছে পড়ে আসবে আমি ঘুমিয়ে পরলে আর কিছু বলতে পারিনা সকালে শুনি আমার ছেলে আর নেই। আমার ছেলেকে যারা মেরেছে তাদেরকে যেনো ফাঁসিতে ঝুলিয়ে মাড়া হয় সে আরো বলেন আমার একমাত্র ছেলে রানা আমার এখন কি হবে আমি কি নিয়ে বাচঁবো।
এবিষয়ে ভাটার ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, ভাটার পার্শ্বে বাঁশ ঝাড়ে সারারাত জুয়া (তাশ) খেলা চলছিল তাদেরকে আটক করলে হয়তো বা মৃত্যু রহস্য উদঘাটন হতে পারে।
খবর পেয়ে সহকারি পুলিশ সুপার কামরুল হাসান (রাণীশংকৈল সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সুরতহাল রিপোর্টে লাশের শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তবে আমাদের ফরেন্সী টিম এ হত্যার বিভিন্ন আলামত সংগ্রহ করছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই রহস্য জানা যাবে।