বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি::
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত সোমবার রাতে আন্ত:বিভাগীয় চেতনানাশক ব্যবহারকারী চোরদলের মূল হোতা মোঃ আমিরুল ইসলাম আমির (৩১)কে গ্রেফতার করে রাণীশংকৈল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী মোঃ আমিরুল ইসলাম আমির ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড় জেলাসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের পানি পানের টিউবওয়েল ও পানির ট্যাংকির মধ্যে চেতনানাশক ঔষধ মিশিয়ে দেয় অথবা মানুষের দরজা জানালা দিয়ে চেতনানাশক ঔষধ স্প্রে করে অজ্ঞান পূর্বক মানুষের সবর্স্ব চুরি করে নিয়ে যায়। তার বিরুদ্ধে ১০/১২টি মামলা তদন্তাধীন আছে।
অপরদিকে, উপজেলার কুমরগঞ্জ গ্রামের করিম ঠিকাদারের বাড়িতে গত ২১ জুন কৌশলে আমির হোসেন বাড়ির সদস্যদের চেতনানাশক খাইয়ে টাকা, স্বর্ণালংকার, টিভি ও মোবাইল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন ২২ জুন করিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে ৩০ আগস্ট শেষ রাতে রাণীশংকৈল থানার ওসি তদন্ত আব্দুল লতিফ শেখের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আগাটোলা মসজিদের পাশ থেকে আমিরকে গ্রেফতার করে।
অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, আমির আন্ত:বিভাগের অজ্ঞান পার্টির মূল হোতা। পরদিন আসামীকে এই মামলার তদন্তকারী বিভাগ জেলা সি আই ডি দপ্তরে সোপর্দ করা হয়।