রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি::
নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল রবিবার রাণীশংকৈলে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এর পর বেলা সাড়ে ৪ টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ আফিস চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য দেন উপজেলা আ’লীগের সভাপতি সইদুল হক, সাবেক এম পি ইয়াসিন আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজউদ্দিন, পৌর সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগ সভাপতি ও পৌরসভার মেয়র আলমগীর সরকার , স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোহেল রানা, খায়রুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক হবিবর রহমান, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তারেক আজিজ। এছাড়াও উপস্থিত ছিলেন আ’লীগের সহযোগি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।