বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ইএসডিও প্রেমদীপ কার্যালয়ে গত ১৭ জুলাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও দলিত জনগোষ্ঠির অধিকার ভিক্তিক এনএনএমসি ফাউন্ডেশন হেকস-ইপার অ্যাডভোকেসি প্লাটফর্ম বিষয়ক সভা অনূষ্ঠিত হয়।
সভায় এনএমসি ফোকাল পারসন নির্মল মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজাম্মান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, অ্যাডভোকেসি কর্মকর্তা পাপন কুমার সরকার, টেকনিক্যাল ম্যানেজার মোকসেদুল মোমিন, উপজেলা ম্যানেজার খায়রুল আলম, আদিবাসি চেয়ারম্যান গোপাল মুরমূ সূর্গা ও প্রশেন জিত দাস মলয় প্রমুখ। শেষে জাহাঙ্গীর আলম কে সভাপতি সেজুতি টুডু কে সম্পাদক করে ১৭ সদস্যের উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম বিষয়ক কমিটি গঠন করা হয়।