মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে দেশীয় পিস্তল সহ ২ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে।
স্থানীরা জানায়, বুধবার (১৭ মার্চ ) রাণীশংকৈল থানা পুলিশ উপজেলার ভরনিয়া এলাকা থেকে ২টি পিস্তল, ১টি দেশীয় একনলা বন্দুক ও ৫ রাউন্ড গুলি সহ সহিদুল ও ইমদাদ আলী নামীয় ২ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে। তারা নিশিদ্ধ ঘোষিত জেএমবি সদস্য দীর্ঘদিন ধরে এলাকায় আত্বগোপন করে ছিল।
এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ সেখ (তদন্ত) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, আমাদের উদ্ধর্তন কর্মকর্তারা অভিযানে রয়েছেন, তাই তদন্তের স্বার্থে সব কিছু বলা সম্ভব নয়। প্রেস ব্রিফ করে সব জানানো হবে।