সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল রাজবাড়ি নামক স্থানে কুলিক নদী থেকে ২৬ জুন অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
খোঁজ নিয়ে জানা যায়, কুলিক নদীতে একটি লোকের মাথা ভাসতে দেখে স্থানীয় যুবকেরা নদীতে নেমে লাশটি উদ্ধার করে রাজবাড়ির একটি বাগানে রাখে। থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কে খবর দেয় এবং যুবকের লাশ চিহ্নিত করার চেষ্ঠা করে। পরে ফায়ার সার্ভিসের একটি দল যুবকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়না তদন্ত করা হবে। লাশের ওয়ারিশ পাওয়া না গেলে বেওয়ারিশ হিসাবে দাফন করা হবে।