সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন

রাজশাহীর মনি নিবাসেই ঠাই হচ্ছে ভুট্টা ক্ষেতে পাওয়া নবজাতকের

লালমনিরহাট প্রতিনিধি:: সকল জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে রাজশাহীর ছোট মনি নিবাসেই ঠাই হচ্ছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টা ক্ষেতে পাওয়া সেই নবজাতকের। আদালতের সিদ্ধান্ত পেতে বিলম্ব হওয়ায় ওই নবজাতক কন্যা শিশুকে নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন সমাজ সেবা বিভাগ।

সোমবার (২৪ মে) সকালে জেলা সমাজ সেবা কর্মকর্তা অনিরুদ্ধ রায় শিশুটিকে রাজশাহীর মনি নিবাসে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এ ব্যাপারে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, গত শুক্রবার (২৪ মে) সকালে উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় ভুট্টা ক্ষেতে পড়ে থাকা নবজাতক জিবিত এক কন্যা শিশুকে প্রথম দেখতে পায় মিনা বেগম নামে এক মহিলা। পরে পুলিশ নবজাতকটি উদ্ধার করে সমাজ সেবা বিভাগকে হস্তান্তর করেন। সমাজ সেবা বিভাগের মাধ্যমে নবজাতকটি বতর্মানে মিনা বেগম নামে ওই মহিলার কাছেই রয়েছে।

লালমনিরহাট জেলা সমাজ সেবা কর্মকর্তা অনিরুদ্ধ রায় বলেন, কুড়ুয়ে পাওয়া নবজাতক ওই কন্যা শিশুটিকে দত্তক পেতে ইতোমধ্যে ৭ জন আদালতের আশ্রয় নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তাদের মধ্যে মিনা বেগমও রয়েছেন। আরো অনেকে আদালতে আবেদন করেছেন এবং শিশুটিকে দত্তক পেতে আবেদন অব্যাহত রয়েছে। যে কারণে আদালতের সিদ্ধান্ত আসতে একটু বিলম্ব হতে পারে।

তাই নিরাপত্তাজনিত কারণে নবজাতকটিকে রাজশাহীর সেই ছোট মনি নিবাসে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পরে আদালতের সিদ্ধান্ত এলে তা বাস্তবায়ন করা হবে বলেও জানান ওই সমাজ সেবা কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com