বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
রাজবাড়ী প্রতিনিধি:: মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশ প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের মাঝে নির্মিত গৃহ হস্তান্তরে শুভ উদ্বোধন করা হয়।
রবিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় অনলাইনে যুক্ত হয়ে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুলিশ লাইন্স ড্রিলসেড রাজবাড়ী জেলা পুলিশ কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে রাজবাড়ী এক আসনের এমি কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সহ জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।