মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
রাজবাড়ী প্রতিনিধি:: রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপড়া বেথুলিয়া দাস বাড়ি যুব সংঘের উদ্যোগে শ্রী শ্রী ও শীতলা মায়ের পূজা উপলক্ষে ২দিন ব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান মিন্টু।
উক্ত অনুষ্ঠানে পূজা উৎযাপন কমিটির সভাপতি শ্রীকান্ত দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামকান্তপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম মোল্লা, ছাত্রলীগের সভাপতি ইমরান মিয়া প্রমুখ।
প্রধান অতিথি নাজমুল হাসান মিন্টু বেথুলিয়া শ্বশান নির্মাণ করার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দেন।