মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি:: রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষীপুর গ্রামে র্যাবের অভিযানে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে, র্যাবের গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী হেরোইনসহ রাজবাড়ী জেলার সদরের চরলক্ষীপুর গ্রামে রাজবাড়ী নতুন জেলা কারাগারের সামনে বিক্রয়ের জন্য অবস্থান করছে উক্ত সংবাদ অবহিত হওয়ার পর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল চরলক্ষীপিুর গ্রামে অভিযান পরিচালনা করে ২৫ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতরা হলেন- রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার সারুটিয়া গ্রামের মৃত রশিদ মল্লিকের ছেলে মোঃ জসিম মল্লিক (২৪), মোঃ আলতাফ মল্লিকের ছেলে মোঃ মাসুদ মল্লিক (২৫) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়নের জয়রামপুর গ্রামের মৃত আকবর আলীর মেয়ে মোছঃ সখিনা আক্তার সুন্দরী (২০)।
এ সময় গ্রেফতারকৃতদের হেফাজতে থাকা ২৫ গ্রাম হেরোইন, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩ টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৪ হাজার টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।