বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

রাজবাড়ীতে সাপের খামার থেকে দুটি অজগর উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর কালুখালীতে একটি সাপের খামারে অভিযান চালিয়ে দুটি অজগর সাপ উদ্ধার করেছে সমাজিক বন বিভাগ। রোববার (২ জানুয়ারি) বিকেলে কালুখালী উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের রঞ্জু নামের এক ব্যক্তির সাপের খামার থেকে অজগর দুটি উদ্ধার করা হয়।

সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুজ্জামান।

জানা গেছে, সাউথ এশিয়া উইল্ডলাইভ ইনফর‌মেশন নেটওয়ার্কের (এসএড‌ব্লিউইএন) কাছে তথ্য ছিল, রাজবাড়ীর কালুখালীর একটি খামারে দুটি অজগর সাপ রয়েছে। পরে তারা রাজবাড়ী সামাজিক বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে তাদের সহযোগিতাই যৌথ অভিযান পরিচালনা করে ওই খামার থেকে দুটি অজগর সাপ উদ্ধার করে।

রাজবাড়ী সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুজ্জামান বলেন, ঢাকা রেঞ্জ বন্য প্রাণী ইউনিটের পরিচালক জহির আকনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় তার সঙ্গে বন বিভাগের কর্মকর্তাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা রঞ্জুর সাপের খামার থেকে দুটি অজগর উদ্ধার করেন এবং ঢাকায় নিয়ে যান।

বাংলাদেশ বন অধিদফতরের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা জোহরা মিলা বলেন, নির্বিষ এই সাপটি পাচারকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বাইরের দেশে এর চামড়ার অনেক মূল্য। ফলে আমাদের বনাঞ্চল থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে এই প্রাণীটি। বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২-এর তফসিল-২ অনুযায়ী এ বন্য প্রাণীটি সংরক্ষিত। তাই অজগর হত্যা বা এর ক্ষতি করা দণ্ডনীয় অপরাধ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com