বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
রাজবাড়ী প্রতিনিধি:: “কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ ও উন্নত জীবন” এই প্রতিপাদ্য নিয়ে রাজবাড়ীতে বিশ্ব খাদ্য দিবস-২০২২ পালিত হয়েছে।
রবিবার (১৬ অক্টোবর) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের বঙ্গবন্ধু চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পূণরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, জেলা কৃষি সম্পসাণ অধিদপ্তরের উপপরিচালক এসএম শহীদ নুর আকবর, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, কৃষক আলহাজ্ব গাজী ইকবাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন সদর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন সেক।