শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন
রাজবাড়ী প্রতিনিধি::
প্রধানমন্ত্রী ঘোষিত প্রতি উপজেলা হতে বছরে গড়ে ১ হাজার দক্ষ যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করণে বিষয়ে রাজবাড়ী সদর উপজেলায় প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার পরিষদের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করেন সদর উপজেলা পরিষদ।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড: ইমদাদুল হক বিশ্বাস।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ফাতেমা নার্গিস, ভাইস চেয়ারম্যান মো. রকিবুল হাসান পিয়াল, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মো. মিঠুন সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. বাহাউদ্দিন শেখ, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।