রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
রাজবাড়ী প্রতিনিধি::
“পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন” এই প্রতিপাদ্য নিয়ে” রাজবাড়ীতে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে রবিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভায় মিলিত হয় অতিথিরা।
আলোচনা সভা ও র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখনে সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী, জেলা প্রশাসক মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব খান প্রমুখ।
এছাড়াও পাংশা, কালুখালী, বালিয়াকান্দি ও গোয়ালন্দ থানা সহ সকল থানা গুলোতেও স্ব-স্ব থানার ওসির নেতৃত্বে র্যালি ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে।