মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

রাজবাড়ীতে ‘এ’ প্লাস ক্যাম্পেই্ন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালা

রাজবাড়ী প্রতিনিধি॥ রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) ১৪ জুলাই ২০১৮ উপলক্ষে জেলা জেলা পর্যায়ে সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী সিভিল সার্জন সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালা অনুষ্ঠানে সিভিল সার্জন মোঃ রহিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, রাজবাড়ী সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার রবিউল ইসলাম, ডিবিসি নিউজ জেলা প্রতিনিধি দেবাশিস বিশ্বাস প্রমুখ।

স্থায়ী ৫টি অস্থায়ী ৫০টি। ৬মাসের কম বয়সী শিশু কে খাওয়ানো যাবে না। মোট টিকাদান কেন্দ্র (অস্থায়ী) পৌরসভা সহ -১০৭২টি।

স্থায়ী মোট টিকাদান কেন্দ্র ৫টি। ৬-১১ মাস শিশুর সংখ্যা-১৪,৩৭৫ জন। ১২-৫৯ মাস শিশুর সংখ্যা–১,০৯,৮০৯ জন।  টিকাদান কেন্দ্র সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।। কর্মশালায় জেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত ৪০জন সাংবাদিক উপস্থিত ছিলেন।।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com