রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
রাজবাড়ী প্রতিনিধি॥
‘সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৭তম আন্তর্জাতিক ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় রাজবাড়ীর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীতে অতিথিদের সাথে সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীরা অংশ নেয়।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-সচিব অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাহাম্মুদ সানোয়ার হোসেন। জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌসের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার আবুল শামিমা আক্তার মুনমুন, এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, রাজবাড়ী সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার রবিউল ইসলাম ও দৃষ্টি প্রতিবন্ধী আবু বক্কর সিদ্দিক প্রমুখ। সাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নাদিয়া সুলতানা অনুষ্ঠানে সদর হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী কার্যক্রমের রিসোর্স শিক্ষক বোরহান উদ্দিন হাওলাদারসহ বিভিন্ন ধরণের প্রতিবন্ধীরা এ সময় উপস্থিত ছিলেন।
সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম তার বক্তব্যে বলেন, শুধু দিবস পালনের মধ্যে সিমাবদ্ধ থেকে যায় প্রতিবন্ধীদের কথা। এর পরে আর কেউ খোঁজ নেয়না প্রতিবন্ধী মানুষ গুলোর। তিনি অভিযোগ করে বলেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নাদিয়া সুলতানা ও ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ফাতেমা চৌধুরী সরকারী নিয়ম অনুযায়ী অফিস করনে না।তাদের খেয়াল খুশি মত অফিস করেন। সে কারনেই সেবা নিতে আসা মানুষ গুলো তাদের কাঙ্কাক্ষিত সেবা পাচ্ছে না। অসহায় গরীব মানুষ গুলো অর্ত অভাবে তারা সেবা সেন্টারে ঠিক মত আসতে পারে না। তাদারে জাতায়েত এর জন্য সরকারী ভাবে অর্থ ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।