বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
রাজবাড়ী প্রতিনিধি ।। রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট এলাকা হতে ১৬০ বোতল ফেনসিডিসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০; একই সাথে মাদক বহনের দুইটি মোটরসাইকেল আটক করা হয়েছে ।
এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ০৩:২০ মিনিটে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৪,৮০,০০০/- (চার লক্ষ আশি হাজার) টাকা মূল্যমানের ১৬০ (একশত ষাট) বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ আঃ সামাদ (৩০), পিতা-মোঃ বাজুহার মন্ডল ও ২। মোঃ রিয়াজ শরিফ ওরফে শাহিন (৩২), পিতা-মোঃ খবির উদ্দিন, উভয়ের সাং-শংকরদিয়া, থানা-ইসলামী বিশ্ব বিদ্যালয় জেলা-কুষ্টিয়া বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে ফেনসিডিল বহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী।
তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মোটরসাইকেলযোগে রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।