বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ : বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রাজু মেডিকেল হলের মালিককে ৭ হাজার টাকা এবং মেসার্স মেডিগার্ড ফার্মেসির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর।
ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, নিয়মিত বাজার তদারকির উদ্দেশ্যে সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকি করা হয়। তদারকির সময় দুইটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। যেগুলো বিক্রয়ের উদ্দেশে প্রদর্শন করা হয়েছে। দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় জেলা প্রশাসন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিল।
মেডিগার্ড ফার্মেসির মালিক চন্দন কুমার কুন্ডু বলেন, অনেক ঔষুধের মধ্যে ২-৩টি ঔষধ মেয়াদ উত্তীর্ণ পাওয়া যায়। এটা ভুলবশত হয়েছে। আমি অপরাধ স্বীকার করে জরিমানা পরিশোধ করেছি।