বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

রাজবাড়ীতে বালুর নিচে চাপা পড়ে ৩ জনের মৃত্যু

রাজবাড়ী সংবাদদাতা:: রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাটে বালুর চাতাল থেকে ট্রাকে বালু উঠানোর সময় বালুর স্তূপ ধসে বালুর নিচে চাপা পড়ে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বালু ব্যবসায়ী আব্দুর রহিম শেখ (৫৫), ভেকু (এস্কেভেটর) চালক মারুফ শেখ (২২) ও ট্রাকচালক রিপন আলী ওরফে ইমরান (৩৮)।

স্থানীয়রা জানান, জৌকুড়া ঘাট এলাকার বালু ব্যবসায়ী হান্নানের রয়েছে বড় আকারের বালুর চাতাল। ওই চাতাল থেকে নিয়মিত বালু বিক্রি করা হয়। রাত ১১টার দিকে বালুর স্তূপ উপর থেকে ভেকু দিয়ে ১০ চাকার একটি ট্রাকে বালু ভর্তির কাজ করা হচ্ছিল। তখন হঠাৎ করেই বালুর স্তূপের উপর থেকে ভেকুসহ বালু নিয়ে ওই ট্রাকের উপর পরে। এতে ঘটনাস্থলেই বালুর চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, ভেকুচালক মারুফ শেখ এবং ১০ চাকার ট্রাকচালক রিপন আলী ওরফে ইমরান নিহত হয়।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: এসরাকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com