বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

রাজনৈতিক কর্মকাণ্ডে আদালতকে টেনে আনা বিএনপির অন্যায়: আইনমন্ত্রী

অনলাইন প্রতিবেদক:: আদালতকে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে টেনে আনা বিএনপির অন্যায় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (৩ জানুয়ারী) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপি আইনজীবীদের আদালত বর্জন রাজনৈতিক স্ট্যান্টবাজি। এর কোনো মর্মার্থ নাই। কারণ হচ্ছে, আদালত আদালতের কাজ করে যাচ্ছে। আদালত বিচারকার্যে মনোনিবেশ করছেন। আদালতকে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে টেনে আনা আমার মনে হয় বিএনপির ভুল বা অন্যায়।

৭ জানুয়ারির নির্বাচন তামাশার নির্বাচন, বিএনপির এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, যারা এ নির্বাচনকে তামাশা বলছেন, তাদের বক্তব্যটাই তামাশা। কারণ হচ্ছে, জনগণ এ নির্বাচনকে মেনে নিয়েছেন এবং নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন কার্যকলাপে বুঝা যাচ্ছে। উনারা (বিএনপি) কথা বলে যেতে পারেন কিন্তু বাংলাদেশের জনগণ সঠিকভাবে তাদের অধিকার ব্যক্ত করবে।

এর আগে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী আন্ত:নগর মহানগর প্রভাতী ট্রেনে সকাল সাড়ে ১০টায় আখাউড়া রেলওয়ে স্টেশনে যান আইনমন্ত্রী আনিসুল হক।

এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানায়। পরে তিনি সড়কপথে কসবা উপজেলায় নিজ বাড়িতে যান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com