বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ : ঢাকার উত্তরার ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের পাশের কাঁচাবাজারে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে বর্তমানে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
মঙ্গলবার (১২ মার্চ) মধ্যরাতে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান গণমাধ্যমকে আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়ার পর দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে চলে যান এবং আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই কাঁচাবাজারটির ভেতর মুদি দোকানসহ অন্যান্য দোকান ছিল। এছাড়া সেখানে ফার্নিচারের দোকান ছিল। যেগুলো সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এছাড়া এটির ভেতর লেপ-তোশকের দোকান এবং মেশিনারি ছিল। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ কেউ জানাতে পারেনি।