শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
রাঙামাটি প্রতিনিধি::
রাঙামাটির কাপ্তাই উপজেলার কেপিএম এলাকার কলাবাগানে মাটি চাপা পড়ে সূর্য মল্লিক (৬) ও তাহমিনা আক্তার (২৫) নামে শিশুসহ দুই জন নিহত হয়েছে।
আজ সোমবার (৮ জুলাই) দুপুরে পাহাড় ধসে শিশুসহ দুই জন নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, প্রবল বর্ষণে কেপিএম এলাকার কলাবাগানে পাহাড়ের মাটি ধসে টিন শেডের ঘরের উপর পড়ে। কাপ্তাইয়ের ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল থেকে শিশুসহ দুই জনকে উদ্ধার করে চন্দ্রঘোনার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পাহাড়ের মাটি চাপা পড়ে শিশুসহ দুইজন নিহত হয়েছে। উদ্ধার অভিযানে অংশ নেয় কাপ্তাই পুলিশ, বিজিবি, কেপিএমের উদ্ধার টিম ও স্থানীয় জনগণ।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাপ্তাই বিজিবির সিও লে. কর্নেল মো. শহীদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো. মফিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল প্রমুখ।