বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ অপরাহ্ন
ঠাকুরগাঁও থেকে ॥
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আ:লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেনকে আবরো ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন দেওয়ায় আনন্দিত ঠাকুরগাঁও আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
এরই লক্ষ্যে সোমবার দুপুরে জেলা আ:লীগের আয়োজনে অডিটোরিয়াম হলরুমে রমেশ চন্দ্র সেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, আ:লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ সহ আ:লীগের সকল স্থরের নেতাকর্মীবৃন্দ। এসময় নৌকার শ্লোগানে মুখোরিত হয়ে উঠে পুরো বিডিহল।
শুভেচ্ছা শেষে এক আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন, জেলা আ:লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী, সহ-সভাপতি অ্যাড মকবুল হোসেন বাবু, মাহাবুবুর রহমান খোকন, দপ্তর সম্পাদক জুলফিকার আলী ভূট্ট, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা এপোলো, ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনি, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড আ:লীগের নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রমেশ চন্দ্র সেন তার বক্তেব্যে বলেন, আসন্ন নির্বাচনে এই আসনে আমরা বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করতে পারবো। সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঠাকুরগাঁও ১ আসনে নৌকার কোন বিকল্প নেই।