সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন

রমনার ওসি মনিরুলের অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করেছে দুদক

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: রাজধানীর রমনা থানার আলোচিত ওসি মনিরুল ইসলামের বিপুল সম্পদ ও বীর মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২১ আগস্ট) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১৭ আগস্ট সংস্থাটির পরিচালক উত্তম কুমার মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য বিষয়টি উল্লেখ করা হয়।

এদিকে ওসি মনিরুলের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগের অনুসন্ধান তিন মাসের মধ্যে শেষ করতে দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

গত ১১ আগস্ট ওই ওসির আটতলা বাড়িসহ বিপুল পরিমাণ সম্পদের বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে অনুসন্ধান চেয়ে দুদকে চিঠি দেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ বরাবর পাঠানো চিঠিতে আইনজীবী সুমন ওসি মনিরুল ইসলামের সম্পদের অনুসন্ধানপূর্বক আইনি পদক্ষেপ নিতে অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com