সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে এতিমদের মাঝে এক মাসের ইফতার সামগ্রী বিতরণ করলো কাতার চ্যারিটি।
শনিবার (২৪ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের পলাশী এতিমখানায় কাতার চ্যারিটি বাংলাদেশ অফিসের উদ্যোগে এ ইফতার সামগ্রী বিতরন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিমদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরন করেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনছুর উদ্দিন।
এতিমখানায় দেয়া ইফতার সামগ্রীর মধ্যে ২৫ কেজি মিনিকেট চাল, ৫ লিটার তেল, ৩ কেজি সোলা বুট, ৩ কেজি মুসর ডাল, ২ কেজি চিনি, ২ কেজি পিয়াজ ১ কেজি লবণ ও খেজুর ১ কেজিসহ মোট ৪৭ কেজি ইফতার প্যাকজ বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের তত্ত্বাবোধায়ক হাফেজ মাওলানা আতিকুর রহমান, পলাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমী (পাভেল) কাতার চ্যারিটি প্রতিনিধি মোঃ আবু সাঈদ, মোঃ সুলতান মাহমুদ সহকারী শিক্ষক কাতার চ্যারিটি প্রাথমিক বিদ্যালয়সহ প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন কাতার চ্যারিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহেদুল ইসলাম।