শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন

রণবীর-আলিয়াকে ভালোবাসা ও ঝগড়ার শুভেচ্ছা

বিনোদন ডেস্ক, ই-কণ্ঠ টোয়েন্টেফোর ডটকম ॥ শুরু হয়ে গেছে বিয়ের প্রস্তুতি। আর মাত্র কিছু ঘণ্টার অপেক্ষা, ৭ পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট তার আগেই তাঁদের ভালোবাসা ও ঝগড়ার শুভেচ্ছা জানাল রণবীরের প্রিয়বন্ধু অয়ন মুখোপাধ্যায়। অয়নের আগামী ছবি ‘ব্রহ্মাস্ত্র’ সেই ছবিতেই প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে রণবীর ও আলিয়াকে। সেই ছবির গানের একটি দৃশ্য শেয়ার করেছেন পরিচালক।

টিম ব্রহ্মাস্ত্রের পক্ষ থেকে এই ভিডিও শেয়ার করে লেখা হয়েছে যে রণবীর ও আলিয়াকে ভালোবাসা ও ঝগড়ার শুভেচ্ছা। পাশাপাশি ঐ ভিডিও শেয়ার করে অয়ন মুখোপাধ্যায় লেখেন, ‘এটা রণবীর ও আলিয়ার জন্য, তাঁদের আগামী জার্নি যা শুরুর অপেক্ষা তারজন্য রইল এই ভিডিও। রণবীর ও আলিয়া আমার কাছে পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ, আমার আনন্দের আশ্রয়, আমার নিরাপদ আশ্রয়, যারা আমার জীবনে সবকিছুকে জুড়ে দিয়েছেন আর এই ছবির জন্য নিজেদের সর্বস্ব দিয়েছেন।’

অয়ন মুখোপাধ্যায় ও রণবীর কাপুরের বন্ধুতার কথা সকলেরই জানা। ‘ওয়েক আপ সিড’, ‘ইয়ে জওয়ানি হে দিওয়ানির’ পর সুপারহিট ছবি উপহার দিয়েছেন এই দুই বন্ধু। রণবীর আলিয়ার বিয়েতেও অনেক দায়িত্বই নিয়েছেন তিনি। মঙ্গলবারও রণবীরের বাড়িতে দেখা যায় অয়নকে। শোনা যায় ব্রহ্মাস্ত্রের সেটেই এগিয়েছে রণবীর ও আলিয়ার প্রেম কাহিনি। সূত্রের খবর রণবীরের বাড়ি বাস্তুতেই আজ ১৪ এপ্রিল দুপুর ৩টেয় গাঁটছড়া বাঁধবেন রলিয়া (রণবীর ও আলিয়া জুটিকে ফ্যানেরা এই নামই দিয়েছে)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com