বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন

রংপুর বিভাগের শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক মাহবুবার রহমান

কুড়িগ্রাম প্রতিনিধি:: ‎কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার পর এবার রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন উলিপুর উপজেলার বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবার রহমান।

‎বুধবার(১৭ সেপ্টেম্বর) রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক এর পক্ষে সহকারী পরিচালক আমিনুল ইসলাম মন্ডলের স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন ও গুণী শিক্ষক নির্বাচন উপলক্ষে এই ঘোষণা দেওয়া হয়।

‎জানা গেছে, বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন ও গুণী শিক্ষক নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগীয় প্রতিযোগিতা মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই কমিটির সভাপতি ও রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি এর সভাপতিত্বে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত পারদর্শিতা, শিক্ষকের বিভিন্ন কলাকৌশল, স্থানীয় অভিভাবকদের সঙ্গে জানাশোনা, পেশাগত দক্ষতা, প্রশ্ন তৈরির দক্ষতা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর প্রতি পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীর ব্যক্তিগত প্রোফাইল তৈরি, ঝরে পড়া হার রোধে নিয়মিত হোম ভিজিট, উপস্থিতি বৃদ্ধিতে শিক্ষকের বিশেষ ভূমিকা, শিক্ষকের ইনোভেশন, শিক্ষার্থীদের সৃজনশীল কাজে উদ্ধুদ্ধকরণ, বিদ্যালয়ে উন্নয়নমূলক কাজে সহায়তা করাসহ নানা বিষয়ে উক্ত কমিটি যাচাই-বাছাই শেষে বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবার রহমানকে বিভাগীয় শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।

‎এ বিষয়ে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক মাহবুবার রহমান বলেন, জেলার পর এবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছি। এই অর্জন আমাকে সামনের দিনে এই ধরনের কার্যক্রমে আরও বেশি উদ্বুদ্ধ করবে। আমি যেন এভাবেই কাজ করে যেতে পারি, সেজন্য সকলের নিকট দোয়াপ্রার্থী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com