বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ রংপুর নগরীর আশরতপুর চকবাজার এলাকায় ভাড়া বাসার নির্মাণাধীন লিফটে পড়ে মাহাদিন সরকার তানাম (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ১২টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
মাহাদিন সরকার তানাম রংপুরের পীরগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোনায়েম সরকার মানুর ছেলে।
শিশুর পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে চকবাজারে ভাড়া বাসায় উঠে শিশুটির পরিবার। বিকেল থেকে তার খোঁজ না পাওয়ায় সন্ধ্যায় মাইকিং করা হয়। রাত ৮টার মধ্যেও কোনো খবর না পাওয়ায় নিকটস্থ তাঝহাট থানা পুলিশকে জানানো হয়। পরে বাসার নির্মাণাধীন লিফটের পানিতে শিশুটির পায়ের স্যান্ডেল ভাসতে দেখা যায়। পরে পানি সেচে রাত ১২টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
রংপুর তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে লিফটের ওই স্থানে পড়ে গিয়েছিল। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন অপমৃত্যুর মামলা হয়েছে।