মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন

যশোরে বাবা ও দুই ছেলে অস্ত্রসহ আটক, রাইস কুকারে বিদেশি পিস্তল, গুলি!

এস. এম সাইদুর রহমান, খলনা ব্যুরো::

যশোরের পুরাতন কসবা ফাঁড়ী কর্তৃক ২টি বিদেশী পিস্তল, ১ টি খেলনা পিস্তল, ৭ রাউন্ড গুলি ও একটি বার্মিজ চাকু উদ্ধার এবং বাবা ও দুই ছেলে সহ ৩ জনকে আটক করা হয়েছে।

ঘটনার বিবরনে জানা যায় যে, রাইস কুকারের ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল ও একটি বার্মিজ চাকু উদ্ধার করেছে যশোর কোতোয়ালি পুলিশ। এঘটনায় দুই ছেলে ও তাদের পিতাকে আটক করা হয়েছে। সদর উপজেলার পাগলাদাহ গ্রাম থেকে শনিবার ভোরে অস্ত্র, গুলি উদ্ধার ও তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- পাগলাদাহ গ্রামের হাসান মোল্লা (৫৮) এবং তার দুই ছেলে মহিদুল ইসলাম মুন্না (৩৪) ও মো. জিন্না (৩০)। দুপুর ১২টায় পুলিশ সুপারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার আশরাফ হোসেন।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে পুলিশের একটি দল পাগলাদাহ গ্রামে হাসান মোল্লার বাড়িতে অভিযান চালায়। এসময় তাদের ঘরে রাইস কুকারের ভেতর রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এসময় মহিদুল ইসলাম মুন্না (৩৪), মো. জিন্না (৩০) এবং তাদের পিতা হাসান মোল্লাকে (৫৮) আটক করা হয়।

তিনি আরো জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য যে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম, এর দিক-নির্দেশনায় জনাব মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম, অতিরিক্তি পুলিশ সুপার, “ক” সার্কেল যশোর এর তত্বাবধানে অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা, যশোর জনাব মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব মোঃ মিজানুর রহমান মৃধা, সংঙ্গীয় এসআই সুকুমার কুন্ড, এসআই মোঃ শহিদুল ইসলাম, এএসআই শফিকুল, এটিএসআই সমাপ্ত বৈরাগী ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটে উল্লেখিত ঘটনাস্থল হইতে নিন্মে বর্ণিত অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। ০২ (দুই) টি বিদেশী তৈরি পিস্তল, ০৭ (সাত) রাউন্ড তাজা গুলি, ০২ (দুই) টি ম্যাগাজিন, ০১টি বার্মিজ চাকু, ০১টি রাইচ কুকার, ০১টি খেলনা পিস্তল।

এ সংক্রান্তে কোতয়ালী মডেল থানায় মামলা নং-৮১ রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com