শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করলে এলাকার চিত্র পাল্টে যাবে—ব্যারিষ্টার রুকুনুজ্জামান

মোঃ বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বিএম কলেজ হলরুমে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এলাকার উন্নয়ন ও শিক্ষার মান বিষয়ে শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে এমপি প্রার্থী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সদস্য ব্যারিষ্টার রুকুনুজ্জামান ড. মোহাম্মদ শহীদুল্লাহ’র উক্তি দিয়ে বলেন, যে দেশে গুনি মানুষের কদর নেই, সে দেশে গুনি মানুষ জন্মায় না। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে গুনিজনদের পাশে দাঁড়াই। গনতন্ত্র রক্ষায় পার্লামেন্টে যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করি, তাহলে এলাকার চিত্র পাল্টে যাবে। প্রতিদিনের ন্যায় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার মান ও এলাকার উন্নয়ন বিষয়ে কথা বলেন শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের কর্মচারীদের সাথে।

ব্যারিষ্টার আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার মতো একজন ব্যারিষ্টারকে এমপি নির্বাচিত করলে এলাকায় ব্যাপক উন্নয়ন সাধিত হবে। পীরগঞ্জ-রাণীশংকৈল উপজেলার জনগনকে সাথে নিয়ে সুন্দর সমৃদ্ধ আধুনিক উপজেলা হিসাবে গড়ে তুলবো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাবো।

এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ হাসান আলী নবাব,অধ্যাপক আব্দুল কাদের, প্রভাষক আইরিন, মাইনুল, কর্মচারী মকিম, রফিকুল, এলাহি। এমনিভাবে একইদিনে কথা বলেন, বিএন বালিকা উচ্চ বিদ্যালয়, রাণীশংকৈল কারিগরি উচ্চ বিদ্যালয়, উমরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com