রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন

যেসব মডেল পাবে স্যামসাংয়ের ওয়ানইউআই

যেসব মডেল পাবে স্যামসাংয়ের ওয়ানইউআই

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:: দক্ষিণ কোরিয়ায় গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি জেড ফোল্ড ৬, জেড ফ্লিপ ৬ মডেলগুলোর জন্য ওয়ান ইউআই ৭ আপডেট রোলআউট করা শুরু করেছে স্যামসাং। ধাপে ধাপে এই আপডেট দ্রুতই জার্মানি, পোল্যান্ড ও যুক্তরাজ্যে সম্প্রসারিত হয়। এরপর ১০ এপ্রিলে উত্তর আমেরিকার বাজার যেমনÑ যুক্তরাষ্ট্র, কানাডায়ও পৌঁছে গেছে। তাই দ্রুতই ভারত ও বাংলাদেশে আপডেটটি চলে আসবে বলে ধারণা করা হচ্ছে।

কখন কোন ফোন ওয়ান ইউআই ৭ আপডেট পাবে:

এপ্রিল: গ্যালাক্সি এস২৪, এস ২৪ প্লাস, এস ২৪ আল্ট্রা, জেড ফোল্ড ৬, জেড ফ্লিপ ৬, জেড ফোল্ড স্পেশাল এডিশন, গ্যালাক্সি জেড ফোল্ড ৫, জেড ফ্লিপ ৫, গ্যালাক্সি ট্যাব এস ১০ প্লাস, এস ১০ আল্ট্রা, এস ২৩, এস ২৩ প্লাস, এস ২৩ আল্ট্রা, গ্যালাক্সি এস ২৪ এফই।

মে: গ্যালাক্সি জেড ফোল্ড ৪, জেড ফ্লিপ ৪, গ্যালাক্সি ট্যাব এস ৯, এস ৯ প্লাস, এস ৯ আল্ট্রা, এস ২৩ এফই, জেড ফোল্ড ৩, জেড ফ্লিপ ৩, গ্যালাক্সি এ৩৪, এ৩৫, এস ২২, এস ২২ প্লাস, এস ২২ আল্ট্রা, ট্যাব এস ৮, এস ৮ প্লাস, এস ৮ আল্ট্রা, এস ২১, এস ২১ প্লাস, এস ২১ আল্ট্রা, গ্যালাক্সি এ১৬, গ্যালাক্সি কোয়ান্টাম ৫, কোয়ান্টাম ৪।

জুন: গ্যালাক্সি ট্যাব এস ৯ এফই, এস ৯ এফইপ্লাস, এ৫৩, এ৩৩, এ২৫, এ২৪, এ১৫, কোয়ান্টাম ৩, জাম্প ৩, জাম্প ২, বাডি ৩, গ্যালাক্সি ট্যাব এ৯, এ৯ প্লাস, ট্যাব অ্যাক্টিভ ৫, ট্যাব অ্যাক্টিভ ৪ প্রো, ওয়াইড ৭। এই তালিকায় যেসব স্মার্টফোন রয়েছে, সেগুলো ওয়ানইউআর ৭ আপডেট পাবে। তবে যদি আপনার ডিভাইস তালিকায় না থাকে, তাহলে অফিশিয়াল রোডম্যাপ প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com