সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন

যুব গেমসের তৃতীয় দিনের ফল

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ডটকম ॥ ব্যাডমিন্টন এককে সেরা শাহেদ, পৃথা   বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ আজ ব্যাডমিন্টনে তরুণ এককের শিরোপা জিতেছেন সিলেটের শাহেদ আহমেদ এবং তরুণী এককে খুলনার এসকে পৃথা।
মঙ্গলবার পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে তরুণ এককের ফাইনালে সিলেট বিভাগের শাহেদ আহমেদ ৪-২১, ২৩-২১ ও ২১-১১ (২-১ সেট) পয়েন্টে চট্টগ্রামের সিফাত উল্লাহ গালিবকে পরাজিত করে স্বর্ণ পদক জয় করেন।
তরুণী এককের ফাইনালে, খুলনা বিভাগের এসকে পৃথা ২১-১৬ ও ২১-১২ (২-০ সেট)পয়েন্টে খুলনা বিভাগের ম্যাথেনা মাথুর্য্য বিশ্বাসকে হারিয়ে শিরোপা জিতেন।

তরুণ দ্বৈতের ফাইনালে,সিলেট বিভাগের মাসুদ আহমেদ-শাহেদ আহমেদ জুটি ২১-১৫ ও ২১-১৮ (২-০ সেট) পয়েন্টে চট্টগ্রাম বিভাগের সিফাত উল্লাহ গালিব-য়াহিদ মির্জার জুটিকে পরাজিত করে শিরোপা জয় করেন।

তরুণী দ্বৈতের ফাইনালে,খুলনা বিভাগের যশোর জেলার ম্যাথেনা মাথুর্য্য বিশ্বাস এবং খুলনা জেলার এসকে পৃথা ২১-১৪ ও ২১-৮ (২-০ সেট) পয়েন্টে রাজশাহী বিভাগের পাবনা জেলার জেসমিন আক্তার কণা ও সিন্থীয়া খানম প্রিয়ন্তী জুটিকে হারিয়ে শিরোপা জিতেন। মিশ্র দ্বৈতের ফাইনালে,চট্টগ্রাম বিভাগের এসএম সিফাত উল্লাহ গালিব-আইনুল তাজরীন জুটি ২১-১৫, ১১-২১ ও ২১-১৫ (২-১ সেট) পয়েন্টে ঢাকা বিভাগের শেখ সাগর-তানজিলা মাহমুদ জুটিকে পরাজিত করে স্বর্ণপদক জয় করেন।
খেলা শেষে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব ও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের স্টিয়ারিং কমিটির সদস্য সচিব আশিকুর রহমান মিকু প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ।

ভারোত্তোলনে শাম্মী, সোহান ও জয়দেবের রেকর্ড

 


বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’ আজ (মঙ্গলবার) ভারোত্তোলন ডিসিপ্লিনে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন শাম্মী সুলতানা, মো. সোহান ও জয়দেব রায়। তরুণী বিভাগে ৫৫ কেজি ওজন শ্রেণিতে খুলনা বিভাগের শাম্মী সুলতানা স্ন্যাচ ৫০* ও ক্লিন অ্যান্ড জার্ক ৬২* মিলিয়ে ১১২* কেজি উত্তোলন করে স্বর্ণ জিতেছেন। রংপুর বিভাগের অনন্যা রায় স্ন্যাচ ৪২ ও ক্লিন অ্যান্ড জার্ক ৫০ মিলিয়ে ৯২ কেজি উত্তোলন করে রৌপ্য, খুলনা বিভাগের মোসা আয়শা খাতুন স্ন্যাচ ৩৬ ও ক্লিন অ্যান্ড জার্কে ৪০ মিলিয়ে ৮১ কেজি তুলে পেয়েছেন তাম্র।
তরুণ বিভাগের ৬১ কেজি ওজন শ্রেণিতে খুলনা বিভাগের মোঃ সোহান স্ন্যাচ ৯২* ক্লিন অ্যান্ড জার্ক ৯৭* মিলিয়ে ১৮৭* তুলে স্বর্ণ, রংপুর বিভাগের জীবন চন্দ্র রায় স্ন্যাচ ৮২ ও ক্লিন অ্যান্ড জার্ক ৯৫ মিলিয়ে ১৭৭ কেজি তুলে রৌপ্য এবং ঢাকা বিভাগের আনিসুর রহমান অর্ক স্ন্যাচ ৭০ ও ক্লিন অ্যান্ড জার্ক ৮৫ মিলিয়ে ১৫৫ কেজি উত্তোলন করে তাম্র পেয়েছেন।
এই বিভাগের ৬৭ কেজি ওজন শ্রেণিতে রংপুর বিভাগের জয়দেব রায় স্ন্যাচ ৯০* ও ক্লিন অ্যান্ড জার্ক ১১৫* মিলিয়ে ২০৫* কেজি তুলে স্বর্ণ জিতেছেন। রাজশাহী বিভাগের মোঃ রাহিম স্ন্যাচ ৮০ ও ক্লিন অ্যান্ড জার্ক ১০৩ মিলিয়ে ১৮৩ কেজি তুলে রৌপ্য এবং খুলনা বিভাগের মাশরাফি ইসলাম স্ন্যাচ ৮৩ ও ক্লিন অ্যান্ড জার্ক ৯৩ মিলিয়ে ১৭৬ কেজি তুলে তাম্র পেয়েছেন।

হকি তরুণী বিভাগের ফাইনালে চট্টগ্রাম-খুলনা
শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের তৃতীয় দিনের খেলা ঢাকার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়। ‘শেখ কামাল ২য় যুব বাংলাদেশ গেমস-২০২৩’ এর হকি তরুণী বিভাগের ফাইনালে উঠেছে চট্টগ্রাম বিভাগ। মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি মওলানা ভাসানি জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে শুট আউটে চট্টগ্রাম ৪-৩ গোলে রাজশাহী বিভাগকে হারিয়েছে। নির্ধারিত সময়ের খেলা গোলশূণ্যভাবে শেষ হয়। শুট আউটের প্রথম পাঁচ শটে উভয় দলের খেলোয়াড়রা ৩টি করে গোল করেন। সাডেন ডেথে জয় নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগ।
আরেক সেমিফাইনালে ঢাকাকে ৪-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে খুলনা বিভাগ। খুলনার ইভা হ্যাটট্রিক করেছেন,আরেক গোল এসেছে সোনিয়ার স্টিক থেকে।

বাস্কেটবল তরুণী বিভাগে রংপুর-খুলনা ও তরুণ বিভাগে চট্টগ্রাম-খুলনার জয়
‘শেখ কামাল ২য় যুব বাংলাদেশ গেমস-২০২৩’ এর বাস্কেটবলে তরুণী বিভাগে রংপুর ও খুলনার জয়ের দিনে তরুণ বিভাগে জিতেছে চট্টগ্রাম ও খুলনা বিভাগ।
মঙ্গলবার সেনা ক্রীড়া নিয়ন্ত্রন বোর্ডের বাস্কেটবল কোর্টে উপস্থিত হয়ে তরুণ বিভাগের খেলা উপভোগ করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়শনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
তরুণী বিভাগের প্রথম ম্যাচে রংপুর ৪০১২ পয়েন্টে চট্টগ্রাম বিভাগকে হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে খুলনা বিভাগ ৪৩–৮ পয়েন্টে হারিয়েছে ময়মনসিংহ বিভাগকে । তরুণ বিভাগে রংপুরের বিপক্ষে ৭৮-২৫ পয়েন্টে জিতেছে চট্টগ্রাম বিভাগ। আরেক ম্যাচে খুলনা ৬৫–১৩ পয়েন্টে ময়মনসিংহ বিভাগকে হারিয়েছে।
বুধবার গ্রুপ পর্বের লড়াই শেষে চূড়ান্ত হবে সেমিফাইনাল লাইনআপ।

যুব গেমস পাইপলাইন শক্তিশালী করবে: বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা
‘শেখ কামাল ২য় যুব বাংলাদেশ গেমস-২০২৩’ এর ভারোত্তোলন এবং বাস্কেটবলের খেলা দেখতে হাজির হয়েছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। সেখানে গেমসের সার্বিক বিষয় নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন,আমরা ২০১৮ সালে যুব গেমস শুরু করেছি।তারই ধারাবাহিকতায় এবার শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস আয়োজিত হচ্ছে। ২০১৮ সালের যুব গেমস যে প্রতিভাবান ক্রীড়াবিদ উঠে এসেছে,তারাই আজকে বিভিন্ন ডিসিপ্লিনে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন।জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তারা দেশকে প্রতিনিধিত্ব করছেন।এবারের আসর থেকে বেড়িয়ে আসা খেলোয়াড়রাই ভবিষ্যতে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন। ফেডারেশনগুলো তাদের সঠিকভাবে পরিচর্যা করতে পারলে পাইপলাইনে খেলোয়াড়ের অভাব হবে না।
বিগত আসরের চেয়ে এবারের আয়োজন আরও গোছালো হচ্ছে উল্লেখ করে বিওএ মহাসচিব বলেন, ‘গতবারের তুলনায় এবার আমরা আরও ভালোভাবে গেমস আয়োজন করতে সক্ষম হয়েছি। প্রথমবার করতে গেলে কিছু ভুলত্রুটি থাকে। এবারের আয়োজনের সবকিছু শতভাগ সঠিক- বিষয়টা তেমনও নয়। কিন্তু যত গেমস আসবে তত নিজেদের গুছিয়ে নেয়ার সুযোগ থাকবে’।

ভারোত্তোলন নিয়ে আশাবাদী শাহেদ রেজা বলেন, ‘নতুনদের ভালোভাবে পরিচর্যা করতে পারলে ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও ভালো ভারোত্তোলক আসবে। ভারোত্তোলনে একটা পর্যায়ের মধ্যে আছি আমরা।পরপর তিনটি এসএ গেমসে স্বর্ণ পদক পেয়েছি।গত এসএ গেমসে আমরা দুটো স্বর্ণ পেয়েছি। উদীয়মানরা মাবিয়া,জিয়ারুলদের অনুসরণ করে উঠে আসবে’।
ভারোত্তোলন থেকে বাস্কেটবলে যান বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এসময় বাস্কেটবল ফেডারেশনের কোর্ট না থাকা প্রসঙ্গে তিনি বলেন, বাস্কেটবলে নিজস্ব কোন ভেন্যু নেই। কোর্ট সংক্রান্ত আক্ষেপ তো ফেডারেশন কর্মকর্তাদের থাকবেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com