সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
শরীয়তপুর প্রতিনিধি: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আব্দুল্লাহ শামীমকে (১৩) শরীয়তপুরে তার বাবার কবরের পাশে দাফন করা হয়েছে।
মঙ্গলবার ২২ জুলাই শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার সখীপুরের ডিএমখালী চরভয়রা উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত শামীম রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি ডিএমখালী ইউনিয়নের মৃত আবুল কালাম মাঝির ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শামীম বড় হয়ে একজন চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হলো না। পাঁচ সদস্যের পরিবারে তিনি ছিলেন দুই ভাই ও তিন বোনের মধ্যে একজন। তারা ঢাকার উত্তরা দিয়াবাড়িতে নিজেদের বাড়িতে বসবাস করতেন। তার বাবা সৌদি আরবে ফল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং সাত মাস আগে মৃত্যুবরণ করেন।
সোমবার দুপুর দেড়টার দিকে একটি এফ-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমান উত্তরা মাইলস্টোন কলেজের চত্বরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর শামীমকে গুরুত্বর দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হৃদয়বিদারক ঘটনায় শামীমের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এছাড়াও উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আয়মান (১০)। হাসপাতালের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান আয়মানের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শুক্রবার সকাল ৯টা ৩২ মিনিটে বার্ন ইনস্টিটিউটে মারা যায় আয়মান। পরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।