বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

যারা মা বোনকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছে তারা কখনো জাতির বন্ধু হতে পারে না-আশফাক

যারা মা বোনকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছে তারা কখনো জাতির বন্ধু হতে পারে না-আশফাক

নিজস্ব প্রতিনিধিঃ যারা মা বোনকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছে তারা কখনো জাতির বন্ধু হতে পারে না। আজো তাঁদের সেই পৈশাচিক রাজনীতি চালু আছে। তাঁদের কারণে দেশ স্বৈরাচার মুক্ত হয়নি। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে নবাবগঞ্জ উপজেলা বিএনপির আনন্দ র‌্যালী ও সমাবেশে একটি দল (জামায়াত) কে ইঙ্গিত করে বিএনপি নেতা খন্দকার আবু আশফাক এ কথা বলেন।

মঙ্গলবার(৫আগষ্ট) দুপুরে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্র্রীয় নেতা খন্দকার আবু আশফাক।

সমাবেশের শুরুতে জুলাই আন্দোলনে আহত নিহতদের স্মরণে দোয়া করে বিএনপির নেতাকর্মীরা। এসময় খন্দকার আশফাক বলেন, কোনো একক দল বা গোষ্ঠির কারণে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়নি। স্বৈরাচারের বিরুদ্ধে জাতি এক হয়েছিল। তাই দীর্ঘদিন দেশের মানুষের উপর চেপে বসা বিনাভোটের সরকার আওয়ামী লীগের পতন হয়েছে। সেটাকে একটি গোষ্ঠি তাঁদের নিজেদের স্বার্থে ব্যবহার করে নির্বাচন বিলম্বিত করছে। ১৯৭১ সালে যারা দেশের স্বাধীনতাযুদ্ধের বিরোধীতা করেছে তারা আবারও দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। কলেজ বিশ্ব বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ভুল বার্তা দিয়ে বিভ্রান্ত করছে।

তিনি বলেন, দেশ একবারই স্বাধীন হয়েছে ৭১ সালে। ২৪ সালকে যারা নতুন স্বাধীনতা বলে প্রচার করেন তারা স্বাধীনতা যুদ্ধের পরাশক্তি। তাঁরা দেশকে অস্থির ও বিভক্তি করতে নতুন ষড়যন্ত্র আটছে। এদেশের মানুষ তাঁদেরকে কখনোই গ্রহণ করবে না।  অর্ন্তবর্তী সরকারের প্রতি ইঙ্গিত করে বিএনপির এ নেতা বলেন, কারো ভুল বার্তায় দেশের ক্ষতি ডেকে আনবেন না। তাহলে আপনারাও স্বৈরাচারী শেখ হাসিনার মতো পালানোর রাস্তা পাবেন না।

যারা মা বোনকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছে তারা কখনো জাতির বন্ধু হতে পারে না-আশফাক

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঠিক নেতৃত্বে দেশে গণতন্ত্র উদ্ধার হবে। তাঁদের ধৈর্যের ফসল আজকের এ অভ্যুত্থান। আগামীতে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে ষড়যন্ত্রকারীদের জবাব দেয়া হবে। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলার আহবান জানান। সমাবেশ শেষে শহীদ মিনার থেকে একটি র‌্যালী বের হয়ে বাগমারা পর্যন্ত প্রদক্ষিণ করে। এসময় উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেষ্টুন নিয়ে মিছিলসহকারে অংশগ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, জেষ্ঠ্য সহসভাপতি আব্দুল ওয়াহিদ, যুগ্ম সম্পাদক এরশাদ আল মামুন, সাংগনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মিজানুর রহমান, মহসীন আহমেদ(তুষার), সাবেক ভাইস চেয়ারম্যান মহসীন রহমান(আকবর), ইয়াসমিন আক্তার, নারী নেত্রী শাহিনুর আলম, বিলকিস চৌধুরী, জোসনা আক্তার, ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম(নিরব), উপজেলা সভাপতি ইসতিয়াক চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com