সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

যশোর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় শাওন হোসেন (২২) ও ইমরান হোসেন (২২) নামে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার রাজগঞ্জ-যশোর সড়কের খেদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আসিফ হোসেন নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। নিহত শাওন মণিরামপুর উপজেলার কিসমত চাকলা গ্রামের এরশাদ আলীর ছেলে আর ইমরান একই এলাকার মৃত কাসেম আলীর ছেলে। গুরুতর আহত আসিফের বাড়ি একই উপজেলার ডুমুরখালী গ্রামে। তবে তার বাবার নাম এখনও জানা যায়নি।

পুলিশ জানায়, শুক্রবার রাতে আসিফ তার মোটরসাইকেলে দুই বন্ধুকে নিয়ে বোনের বাড়ি থেকে নিজের বাড়িতে যাচ্ছিল। পরে দ্রুত গতিতে খেদাপাড়া এলাকায় মোড় ঘুরতে গিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই ইমরান আর শাওন নামে দুই বন্ধুর মৃত্যু হয়। আর মোটরসাইকেল চালক আসিফ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে যশোর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম কুমার সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ দুটি ও মোটরসাইকেলটি হেফাজতে নিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, হতাহতদের বয়স অল্প। রাতে একটি মোটরসাইকেলে অধিক যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে এ দুর্ঘটনাটি ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com