শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

যশোরে মেয়ের হাতে মা খুন!

যশোর প্রতিনিধি:: যশোরের চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামে মেয়ের বিরুদ্ধে নিজের মাকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার নিহতের বাড়িতে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত মেয়ে পলাতক রয়েছেন।

নিহতের নাম আকলিমা বেগম (৫৫)। তিনি একই গ্রামের অবসর প্রাপ্ত সেনা সদস্য শাহাজান আলীর স্ত্রী।

অভিযুক্ত মেয়ের নাম রুমা খাতুন (২৭)।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল মা ও মেয়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। রুনা খাতুন তার মা আকলিমা বেগমকে ধাক্কা দিয়ে পাশে থাকা টিউবয়েলের উপর ফেলে দেন। আকলিমা বেগমের অবস্থা গুরুতর দেখে প্রতিবেশিরা স্থানীয় পল্লী চিকিৎসককে ডেকে আনেন। কিন্তু চিকিৎসক আসার আগেই আকলিমা বেগম মারা যান। ঘটনার পরপরই রুমা খাতুন পালিয়ে যান। পরে খবর পেয়ে সাজিয়ালী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যার হাসপাতালের মর্গে নিয়ে যায়।

সাজিয়ালী ফাঁড়ি পুলিশের এসআই সেলিম হোসেন জানান, লাশটি ময়নাদতন্তের জন্য যশোরে পাঠানো হয়েছে। ময়নাদতন্তের রির্পোট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com