শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
যশোর প্রতিনিধি:: যশোর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ তিন জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই জন।
রোববার (১ জানুয়ারি) যশোর-চৌগাছা সড়কে চুড়ামনকাটির আমিন ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সুমি (২৩), যশোর সদরের ববিলা গ্রামের জোহরা খাতুন (৫০) ও ভ্যানচালক চুড়ামনকাটি ইউনিয়নের সরদার বাগডাঙ্গা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মাসুম (৩০)।
আহত দুই জন হলেন- নিহত সুমির স্বামী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিকাল অ্যান্ড স্পোর্টস এডুকেশনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোতাসিম বিল্লাহ ও নিহত জোহরা খাতুনের স্বামী আমজাদ হোসেন (৫৫)।
চুড়ামনকাটি ইউনিয়নের সাজিয়ালী ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই সেলিম হোসেন জানান, বিকেলে বিএডিসির একটি ট্রাক একটি ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।